খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:
নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠুল বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাস এর ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন।
এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।