ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়, যা চলে রাতভর।
আটককৃতরা হলেন আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন এরা সকলেই হীরকপাড়া এলাকার বাসিন্দা এবং পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে আজাদ মন্ডলের ব্যবসায়িক অফিস ও বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ৩৬টি রামদা, ৪টি চাইনিজ কুড়াল, ১টি খেলনা পিস্তল, ৯টি মোবাইল, ১টি ল্যাপটপ, ৩৭টি ইয়াবা ট্যাবলেট ও ৬৪৫৮ টাকা উদ্ধার করে।
পরে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Leave a Reply