এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, সোমবার (৭ জুলাই) রাতে ত্রিশাল থানা পুলিশের অভিযানে মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ ওরফে রাশেদ (৩০) এবং বইলর ইউনিয়নের দেওয়ানিয়া বাড়ির নূরুল ইসলাম ওরফে জহিরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (৩৫)–কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি।
অন্যদিকে, একই রাতে ডিবির (জেলা গোয়েন্দা শাখা) অভিযানে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান কামাল (২৫)–কে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আটককৃত কামালকে ডিবি পুলিশ ত্রিশাল থানায় হস্তান্তর করে। ওসি মনসুর আহমেদ জানান, মঙ্গলবার (৮ জুলাই) গ্রেপ্তারকৃত তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply