বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

লমব সন্ত্রাস, খুন ও ধর্ষণের বিরুদ্ধে গাইবান্ধায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০২ Time View
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
সারাদেশে মব সন্ত্রাস, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতা মনজুর আলম মিঠু, জাহিদুল হক, সবুজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “৭ জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চললেও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বরং তারা ফ্যাসিবাদী হাসিনা সরকারের নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করছে।” তারা অভিযোগ করেন, “এই সরকার শ্রমিকশ্রেণির শোষক গার্মেন্টস মালিক ও সিন্ডিকেট ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিচ্ছে এবং লুটপাটে সহায়তা করছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং সাম্রাজ্যবাদী শক্তিকে মানবিক করিডোর ও সামরিক কারখানা স্থাপনের অনুমতি দিয়ে দেশকে একটি যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকার মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে খুন ও ধর্ষণকে উৎসাহিত করছে। প্রতিদিন দেশে খুন, ধর্ষণের ঘটনা ঘটছে—কিন্তু বিচার নেই।” এ অবস্থার বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category