বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

শ্রীপুরে  যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা

এস এম দূর্জয়, গাজীপুর
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

এস এম দূর্জয়,গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে মাথায় লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দিয়ে বাজারে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত সেই যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন,কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।গতকাল বুধবার(১৬ জুলাই)সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে তাঁকে জনসাধারণের সহযোগিতায় পুলিশে তুলে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ আব্দুল বারিক।

গ্রেফতার মো.জাহাঙ্গীর আলম মিন্টু(৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মো.নূরুল ইসলামের ছেলে।তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।ঘটনার পরপরই তাঁকে বহিষ্কার করে যুবদল।বিএনপি নেতা ডাক্তার  রফিকুল ইসলাম বাচ্চু বলেন,একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না।একজন অপরাধী প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করে।

গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম মিন্টু।মুহূর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।আজ সকালে আমার নেতা-কর্মীদের মাধ্যমে জানতে পারি,টেংরা গ্রামের বৃন্দাবন এলাকায় সে আত্মগোপনে আছে।এরপর স্থানীয় জনতা ও নেতা-কর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,গাজীপুর ৩ আসনকে সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজ মুক্ত,মাদক মুক্ত করার জন্য সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল বারিক বলেন,গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বিস্ফোরকসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে।সে বিভিন্ন কারখানাসহ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে।ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছে।আজ সকালে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ফোন করে জানান,অভিযুক্ত আসামিকে আটক করে রেখেছে।বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category