মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

রূপান্তর সংবাদ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

ফাইল ছবি

রূপান্তর সংবাদ ডেস্ক:

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বোর্ড থেকে সরবরাহ করা হলেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তা শিক্ষার্থীদের মাঝে দেরিতে বিতরণ করছে। এর ফলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণে জটিলতা তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত তাদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতি যেন আগামীতে সৃষ্টি না হয়, সেজন্য কঠোর হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। শনিবার (১৯ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় অনেক শিক্ষার্থীর ফরম পূরণ অসমাপ্ত থেকে যাচ্ছে। ফলে তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ড কর্তৃক অনুমোদিত নয়, এমন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করছে। কিন্তু রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় অনুমোদিত বিষয় দেখিয়ে কাগজপত্র পূরণ করা হয়। প্রবেশপত্র বিতরণের সময় এই অসঙ্গতি ধরা পড়ায়, বোর্ড সেই বিষয়ে পরীক্ষার অনুমতি দিতে পারছে না। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে এবং তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড। বিলম্ব ফিসহ সময়সীমা শেষ হওয়ার পর ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র সংগ্রহের এক সপ্তাহের মধ্যে তা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র সময়মতো বিতরণে গাফিলতি বা জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বোর্ড। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category