বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

সুধাণ্য ঘরামী, কোটালীপাড়া ( গোপালগঞ্জ)
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১০ Time View

সুধাণ্য ঘরামী, কোটালীপাড়া ( গোপালগঞ্জ ):

প্রাইভেট পড়ানোর নাম করে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু হানিফ মোল্লা নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

গত সোমবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

মামলাসূত্রে জানাগেছে, মাদ্রাসা পড়ুয়া ওই শিক্ষার্থী ৩ মাস ধরে উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ মোল্লার (৪৫) বাসায় প্রাইভেট পড়ে আসছিল। সোমবার বাসার পরিবর্তে পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে আসতে বলে। শিক্ষকের কথা মতো সকাল ৭ টার সময় প্রাইভেট পড়তে গেলে উক্ত শিক্ষক ছাত্রীটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক শিক্ষক দৌড়ে পালিয়ে যায়।

ধর্ষক আবু হানিম মোল্লা উপজেলার উত্তর গচাপাড়া গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে ও ২ সন্তানের জনক।
শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে ধর্ষক আবু হানিফ মোল্লার সাথে কথা বলার জন্য নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিষিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। উক্ত শিক্ষককে প্রাথমিকভাবে বহিস্কার করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category