মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২১ Time View

শফিকুল আলম ইমন, রাজশাহী:

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর আয়োজন এবং এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় রবিবার (২৭ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক মোঃ জাকিউল ইসলাম। এতে রাজশাহীর ১৪টি পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন স্বাগত বক্তব্য রাখেন। তিনি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন। সভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী দিনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে রয়েছে তামাক নিয়ন্ত্রণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবৈধ বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী পৌরসভাগুলোর নিজস্ব বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের জন্য স্থানীয় সরকার নির্দেশিকার ৮.১ ধারা অনুযায়ী আলাদা লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া।

সভায় এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুপ্তা সুলতানা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক। আলোচকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করবে এবং তামাকমুক্ত রাজশাহী গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category