
এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া ( কক্সবাজার):
কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পেকুয়া উপজেলার সদর পূর্ব জোন ০৬ নং ওয়ার্ড (খ) শাখার ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। ওই কমিটিতে ইনতাজ মিয়া ইমতিয়াজ সভাপতি, আবুল কালাম সোহেলকে সাধারণ সম্পাদক,মোঃআরকানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পেকুয়া উপজেলা কৃষক দল সদর পূর্ব জোন শাখার আহ্বায়ক ছরুওয়ার উদ্দিন,সদস্য সচিব মোঃ আবু ইউছুফ গত ৩০জুলাই২৫ ইং এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কৃষক দলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৯ জনকে সহ-সভাপতি, ২ জনকে যুগ্ম সম্পাদক, দুইজন সহ সাংগঠনিক সম্পাদক,২ জনকে সহ- সাধারণ সম্পাদক, এবং ১৯ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
অনুমোদন পাওয়া পূর্ণাঙ্গ কমিটি কর্মকর্তারা হলেন সভাপতি ইমতিয়াজ, সিঃ সহ সভাপতি আবদুর রহিম,সহ-সভাপতি জামাল, নুরুল হোছাইন, আজম খা ,আমির হোছাইন পুতু, শওকত, কামাল, মনজুর ও শাকিল।সাধারণ সম্পাদক আবুল কালাম সোহেল,যুগ্ম সম্পাদক দিদার, কাইছার উদ্দিন। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরকান, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, আবদুল হামিদ। সহ সাধারণ সম্পাদক নুরুল আলম, ফোরকান,দফতর সম্পাদক রিফাত, প্রচার সম্পাদক জিয়াবুল করিম, অর্থ সম্পাদক রশিদ,সহ অর্থ সম্পাদক হামির উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক আমির উদ্দিন,, ত্রাণ বিষয়ক সম্পাদক ফজল করিম।
নির্বাহী সদস্য-জহির উদ্দিন,নুর মোহাম্মদ পুতু,শাহাব উদ্দিন,সাহেদ মকছুদ,আমজাদ হোছাইন,মোহাম্মদ শুকুর,হেলাল উদ্দিন,কাইছার উদ্দিন,মোঃ রিফাত,মোঃহাসান,শোয়েব বিন জকরিয়া,মিজবাহ, মোঃরিফাত,আমির হামজা,সাগর,আরফাত,রিফাত,মোহাম্মদ সায়েদ, ও মোহাম্মদ ছোটন মিয়া।
Leave a Reply