মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

দলীয় পরিচয়ে শহীদদের বিভাজিত করলে সম্মানহানি হয়: সাদিক কায়েম

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোটার
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৩ Time View

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র একটা পক্ষ কুক্ষিগত করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।তিনি বলেন, ‘সরকারকে হুশিয়ার করতে চাই জুলাই ঘোষণাপত্র ও সনদে শহীদদের যে আকাঙ্ক্ষা, তা যদি পরিলক্ষিত না হয়। বাংলাদেশের দীর্ঘদিনের সংগ্রামের প্রতিচ্ছবি যদি জুলাই সনদে না থাকে এবং জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৯ জুলাই থেকে ২ আগস্ট ও ৯ দফা এবং  পরবর্তী আন্দোলন সমন্বয় করাসহ সামগ্রিক বিষয়ের প্রতিচ্ছবি যদি না থাকে তাহলে এ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এ জাতি মেনে নেবে না।’

আজ শনিবার (২ আগস্ট) বিকেল পাঁচটার দিকে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ আল তাহির ও মুসলিম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন,আমাদের প্রথম দাবি ছিল যে খুনি হাসিনা দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে এবং চার হাজার ভাই বোনকে পঙ্গু করেছে। গত ১৬ বছরে যতগুলো মানবাধিকার লংঘন এবং হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচারই স্বাধীন বাংলাদেশে হোক। কিন্তু এক বছরেও কোন রায় দেখতে পাইনি যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। শহীদদের রক্তের উপরে যে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত আছে।

অন্তবর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে ব্যর্থ দাবি করে তিনি বলেন,আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি। তাদের ‘হিস্টোরিকাল করাপশন’ দেখতে পাচ্ছি। এবং পুরো জুলাইটাকে একটি নির্দিষ্ট বর্গ এবং গ্রুপের মধ্যে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছি। জুলাইয়ের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল এটা নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের বিভাজনমূলক আচরণ দেখতে পাচ্ছি। যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে।

তিনি বলেন,এক বছরে এখনো পুলিশ সংস্কার হয়নি। এবং ঐকমত্য কমিশনের রিপোর্টগুলোতে ছাত্র জনতার কাঙ্খিত দাবির প্রতিফলন দেখতে পাচ্ছিনা। সকল অংশীজনদের সাথে আলাপ করে এবং সবার মতামত যেন এই জুলাই সনদে প্রতিফলিত হয়। তাতে যেন শহীদদের আকাঙ্খার প্রতিফলন হয় সে প্রত্যাশা আমাদের থাকবে।

জুলাই আন্দোলনের সহযোদ্ধারা বিষেদগার করছে উল্লেখ করে সাদিক কায়েম বলেন,  আমরা আশা করেছিলাম—জুলাই বিপ্লবে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, জুলাই পরবর্তী সময়েও বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ‘জুলাই’ ও ‘বাংলাদেশ’—এই দুই প্রশ্নে আমরা সবাই একসাথে থাকব।  দুর্ভাগ্যজনকভাবে, এখন আমরা দেখছি আমাদের সহযোদ্ধারা ক্রমাগতভাবে  বিষেদাগার করছেন। তবু আমরা তাদের প্রতি বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়েই তাদের ও জাতির মন জয় করতে চাই

দলীয় পরিচয়ে শহীদদের বিভাজিত করলে তাদের সম্মানহানি হয় জানিয়ে তিনি বলেন,
বিপ্লবে আমরা যখন একত্রিত হয়েছি কেউ তখন রাজনৈতিক পরিচয় নিয়ে যায়নি। আমরা মজলুম ছিলাম জালিম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। তখন আমরা দেখিনি বামপন্থী, ডানপন্থী নাকি ইসলামপন্থী। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে জালিম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং শহীদেরা আমাদেরকে পথ দেখিয়েছে। শহীদরা সবার কিন্তু আমরা যদি তাদেরকে দলীয় পরিচয় আইডেন্টিফাই করি তাহলে তাদের সম্মানহানি করা হয়। শহীদরা সকল দলের উর্ধ্বে তারা জাতির সম্পদ। ইসলামী ছাত্রশিবির জুলাইয়ের সকল শহীদকে ধারণ করতে চায়। শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশ বিনির্মান করতে চাই।

এসময় রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুমন সরকার, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিকসহ মহানগর ও জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই শহীদ আব্দুল্লাহ আল তাহির ও মুসলিম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে পাশেই ঈদগাঁ মাঠে সাংবাদিকদের সাথে কথা বলছেন ইসলাম নিবিড়ের কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category