মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৭ Time View

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর
স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ১০ আগস্ট রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতী বাসস্ট্যান্ডে “টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম” এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিকরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইমরান শেখ টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার উপরও এক আঘাত। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই—দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক এবং সব হত্যার বিচার হোক।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইত্তেফাক এর প্রতিনিধি সাজু শেখ, সাংবাদিক মাহবুব হোসেন মুরাদ, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি বিপুল শেখ, ৭১ এর বাণী এর মাসুম বিশ্বাস, আজকের দর্পণ এর প্রতিনিধি ফারহান লাবিব, ভোরের কাগজের প্রতিনিধি শফিক শিমুল, খবর সংযোগের প্রতিনিধি শান্ত শেখ, একুশের বানি এর প্রতিনিধি তপু শেখ, ডেইলি ক্যাম্পাস এর রাকিব চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

তারা আরও বলেন, যেসব সাংবাদিক এর আগে খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানববন্ধনে সম্প্রতি কিছু দিন আগে টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখ এর ছেলে আরমান হত্যা কান্ডের ও বিচারের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category