শফিকুল আলম ইমন, রাজশাহী:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অফিসার্স কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ আগষ্ট। মোট ১১ টি পদের এই নির্বাচনে শিক্ষা বোর্ডের ৭০ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৬ জন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২ টি পদে কোন প্রতিবদ্বন্দি না থাকায় তারা বিনা প্রতিবদ্বন্দিতায় বিজয়ী হবেন৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডরা জশাহীর অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন শিক্ষা বোর্ডের প্রধান মূল্যয়ন কর্মকর্তা গোলাম আজম মাখন ও সহকারি বিদ্যালয় পরিদর্শক (পিআরএল) শামসুল আনোয়ার।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপ-সচিব ভান্ডার মোহা: দুরুল হোদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আক্তারুজ্জামান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী কলেজ পরিদর্শক গোলাম নবী ও প্রশাসনিক কর্মকর্তা শেখ মাসুদ আলী। এছাড়া ১ টি পদের বিপরীতে সহ-সভাপতি পদে লড়ছেন সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুকুল ও সহকারি বিদ্যালয় পরিদর্শক আবু দারদা খান। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুজ্জামান সরকার ও আহসান আলী মন্ডল। দপ্তর সম্পাদক পদে খোরশেদ আলম ও গোলাম সারওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন, তারা হলেন রফিকুল ইসলাম, আমিনুল করিম, ফিরোজ হোসেন, মশিউর রহমান ও মাহফিল আরা। কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী এবং ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে ডাটা এন্ট্রি অপারেটর মাসুদ রানা একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় যোগ্যতা ও জনপ্রিয়তায় মোহা: দুরুল হোদা এগিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন গোলাম নবী। নির্বাচন কমিশনার গোলাম আজম মাখন বলেন, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। নির্বাচনে ভোট গ্রহনের সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply