রূপান্তর সংবাদ ডেস্ক:
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত করলো অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির।
আলবানিজ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি, তার ওপর ভিত্তি করে তাদের জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেয়া হবে। একইসাথে তাদের অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবো।
এ সময়, গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেইসাথে দাবি জানান, উপত্যকায় ত্রাণ সংকট নিরসনের। এর আগে, গতমাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানায় ফ্রান্স ও কানাডা। এছাড়াও স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও।
Leave a Reply