ফাইল ছবি
রূপান্তর সংবাদ ডেস্ক:
জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান। কোনো ষড়যন্ত্র যাতে এটা ব্যাহত করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখারও আহ্বান তার। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ জানান, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সে জন্য নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।বিএনপি নেতা আরও বলেন– জনগণ যেন নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে, তার সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। সবার চাওয়া, গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। একসাথে কাজ করে সেই চাওয়া পূরণ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply