বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা ফয়সাল শেখ গ্রেপ্তার

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাটগাতী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গিপাড়া বাজার এলাকা থেকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নির্দেশে, এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফয়সাল শেখ পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মৃত শেখ লুৎফর রহমানের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম বলেন, “ফয়সাল শেখসহ সোহেল নামে আরও এক আসামিকে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৩ ধারায় রুজু হওয়া মামলা নং-১০, যা গত ২২ জুলাই ২০২৫ তারিখে টুঙ্গিপাড়া থানায় নথিভুক্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকরাম হোসেন জানান, এই ধারায় সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের অভিযোগে মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, আসামিরা এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা জনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে অভিযোগ উঠেছে। এ কারণে বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করা হয়। এদিকে ফয়সাল শেখের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকরা দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় কিছু বাসিন্দা বলছেন, আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলা উচিত এবং আদালতই সত্য-মিথ্যা নির্ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category