এস এম দূর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ওএমএস ডিলার নিজাম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা।এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।বুধবার(১৩ আগস্ট)ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম উদ্দিন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।অভিযুক্তরা হলেন-মোঃ সেলিম (৪৫) পিতা- মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাকিব (২২) পিতা- মোঃ সেলিম,উভয়ের বাড়ি শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে।
মামলা সূত্রে জানায়,শ্রীপুর পশু হাসপাতালের সামনে মেসার্স নিজাম উদ্দিন এন্টার প্রাইজ নামের ওএমএস এর ডিলার দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে।গত ১২ আগস্ট দুপুরে ব্যবসায়ী নিজাম উদ্দিন এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা এ্যালোপাথারী মারপিট করে এবং নগদ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান,এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply