নাজমুল হক, নওগাঁ :
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: ছালেক চৌধুরী, সভাপতি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা চৌধুরী (বাদশা), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আহ্বায়ক মনজুর রহমান, উপজেলা বিএনপির নেতা মাসুদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বেগম জিয়ার সংগ্রামী নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং রাজনৈতিক সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “দেশনেত্রীর নেতৃত্বই বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল।” বক্তারা ঘোষণা দেন, বিএনপি আগামী দিনগুলোতেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে আন্দোলন অব্যাহত রাখবে।