সোহেল রানা বাবু, বাগেরহাট
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাট জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালার উদ্ভোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা।সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জামান,ডাঃ মেহেদী হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ্জামান জানান, ৬ থেকে ১১মাস বয়সী ২০৬৭৯ জন শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯মাস বয়সী ১৪৯৭২১ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান।
আগামী ১২ ডিসেম্বর জেলার ৯টি উপজেলা ও ২টি পৌর সভায় ১৮৫৮টি কেন্দ্রের মাধ্যমে মোট ১৭০৪০০জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তিনি এ জন্য সকল গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনের আহবান জানিয়ে বলেন যেন ঐ তারিখে কোন শিশু ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ না পড়েন সেই দিকে নজর রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।।
Leave a Reply