
এইচ, এম শহীদুল ইসলাম, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় পেকুয়া উপজেলায় কুরআনখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ১৫ই আগষ্ট শুক্রবার বাদ আসর পেকুয়া বাজার জমিদার বাড়ি জামে মসজিদে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ্, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল উদ্দিন হায়দার ও জেড এম মোসলেম উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট,, পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির আহ্বায়ক আবু বক্কর, পেকুয়া পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক শাহনেওয়াজ আজাদ এমইউপি, রাজাখালী বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর এমএ, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুছ এম ইউপি, মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদ, টইটং বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ,পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ,পেকুয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ,পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল পেকুয়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের জন্য ও দোয়া কামনা করা হয়।