সুধন্য ঘরামী, কোটালীপাড়া:
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় ঘাঘর ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী ও দূর্গা মন্দিরে মিলিত হয়। মন্দিরে ভগবানের নাম গুনাগুণ কীর্তন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কালী ও দূর্গা মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ইসকনের অধ্যক্ষ চক্র পানি প্রভু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা খিতীশ চন্দ্র রায়, সুখ রঞ্জন হীরা, কৃষ্ণ কান্ত সরকার, জয়ন্ত ঘরামী প্রমূখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। সব শেষে উপস্থিত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com