প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:০১ পি.এম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলছে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.