এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৮ আগস্ট)দুপুরে উপজেলার নিজ মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথি’র বক্তব্য তিনি বলেন,শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড।বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়,মাদকের বিস্তার ও সামাজিক অব্যবস্থাপনা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে,এসব থেকে মুক্তির পথ হলো শিক্ষার আলো।আর তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন,তোমাদের বাবা-মা অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ যোগাচ্ছেন।তাই সময় নষ্ট করো না,মনযোগ দিয়ে পড়াশোনা করো।জীবনে প্রতিষ্ঠিত হলে মা বাবা যেমন খুশি হবেন,তেমনি সমাজ ও দেশও উপকৃত হবে।শিক্ষিত তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এনামুল হক মনি,শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান,হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার,আইনউদ্দিন মাস্টার,সোনারবাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ,শিক্ষক প্রতিনিধি নূরে আলম,মহিলা অভিভাবক মাজেদা আক্তার ও উজ্জ্বল প্রমুখ।