এস.এম দুর্জয়, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে(১৯ আগস্ট) মঙ্গলবার সকালে মাওনা হাইওয়ে থানা পরিদর্শন কালে,গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন,মহাসড়কে যেটা ঝুঁকিপূর্ণ যানবাহন,যেটা অবৈধ মহাসড়কে চললে বিপদের সম্ভাবনা আছে।সেটা আমাদের সম্মিলিতভাবে বন্ধ করা উচিত।আমি এখান মাওনা চৌরাস্তায় আছি এখন কোন থ্রি হুইলার নাই।আমি চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার জটলা বেঁধে যাবে।
তিনি কঠোর হুশিয়ারি বলেন,এই সমস্ত থ্রি হুইলার চলার জন্য আমাদের কিছু লোকাল সিন্ডিকেট তৈরি হয়।যারা সুবিধা ভোগ করার চেষ্টা করে।আমি একবাক্যে বলতে চাই,এই ধরনের কোন সুবিধা কোন গ্রুপ, কোন গোষ্ঠী,প্রভাবশালী কেউ যেন কোন ধরনের সুবিধা নিতে না পারে।সেজন্য আমি সকল থ্রি হুইলার ভাইদের বলতে চাই,আপনারা নিয়ম মেনে চলুন।মহাসড়কে না এসে আঞ্চলিক সড়ক গুলিতে চলাচল করুন।আঞ্চলিক সড়ক গুলিতে চললে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না।কেউ ডিস্টার্ব করলে আমারা হাইওয়ে পুলিশ আছে, জেলা পুশিল আছে,আমরা সমন্বিতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।তাছাড়া মহাসড়কে যারা অটোরিকশার সাথে সম্পৃক্ত ইতিমধ্যে তাদের নামের একটি তালিকা করা হয়েছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসময় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী সহ থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।