সুধন্য ঘরামী, কোটালীপাড়া ( গোপালগঞ্জ)
বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। ৫ দিন ব্যাপী এ মহানাম যজ্ঞানুষ্ঠানে বিখ্যাত ৯টি কীর্তনীয়া দল গান পরিবেশন করছেন। গত ২০ আগষ্ট ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে, চলবে ২৫ আগষ্ট ভোর পর্যন্ত।
প্রতি দিন হাজার হাজার ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। আশ্রম কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, ক্ষিতীশ চন্দ্র রায়, সুখ রঞ্জন হীরার নির্দেশনায় এক দল তরুণ সমাজ সেবক কোটালীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সঞ্জয় মজুমদার, সাবেক কাউন্সিলর কমলেশ বিশ্বাস, কেনেডি বিশ্বাস,শিক্ষক পরিতোষ গাইন, আইটি বিশেষজ্ঞ জয়ন্ত ঘরামী, বিলাস বিশ্বাস, রঞ্জন হালদার, চিন্ময় বিশ্বাস প্রমুখ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com