শফিকুল আলম ইমন, রাজশাহী:
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা (এনজিও) লেডিস অর্গানাইজেশান ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী। জানা গেছে, শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
২১ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী সমাজসেবা কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন'র (বিএনএফ) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন।
অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ খায়রুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে মশারি পাওয়া শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা সম্পর্কে পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথি মোঃ আব্দুল মমিন বলেন, “বাড়ির আশেপাশে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না। নিজে সচেতন হওয়া যথেষ্ট নয়, প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।”
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com