গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)-এর নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৪ আগস্ট)বিকেলে সদর উপজেলা জাসাসের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়।মিছিলটি ভবানীপুর বাজার প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কুমিল্লা মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।আলোচনা সভায় সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন এবং সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান খলিফা।এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্বে)সেলিম রানাসহ আরো অনেকেই।স্থানীয় নেতারা নবগঠিত কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান,সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ জেলা জাসাসের আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানান।