রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে নকল বিড়ি ও জাল ব্যান্ডরোল তৈরি করে বাজারজাত করার অভিযোগে দু’জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্তরা পরস্পর স্বামী বুলবুল ইসলাম (২৮) ও স্ত্রী রওজা বেগম(২৩)। আদালতের বিচারক মোঃ মশিউর রহমান খান এই আদেশ প্রদান করেন।মামলার অভিযোগে জানা গেছে, বিড়ি শিল্প এলাকা রংপুরের হারাগাছ মহানগর থানার চাঁন্দকুঠি পশ্চিমপাড়া গ্রামের স্ত্রী রওজা বেগম (২৩) ও স্বামী মোঃ বুলবুল ইসলাম( ২৮)। তারা নিজ বাড়িতে বিভিন্ন ব্রান্ডের নকল বিড়ি প্রস্তুত এবং এতে জাল ব্যান্ডরোল ব্যবহার করে তা বাজারজাত করে আসছিল। এই অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আদালত তাদের দু’জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০,০০০/- টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি মোঃ আব্দুল হাদী বেলাল, এ বিষয় নিশ্চিত করেছেন। প্রদান করেন বিজ্ঞ বিচারক জনাব মোঃ মশিউর রহমান খান, মহানগর দায়রা জজ আদালত, রংপুর। উল্লেখ্য আদালতের কাঠগড়ায় রায় ঘোষণার সময় ওই দম্পত্তির আড়াই বছরের শিশু সন্তান মোঃ রিশাদ তাদের সাথে ছিল।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com