এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষার্থীরা।এতে মহাসড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার(২৮আগস্ট)সকাল ১০ টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয় এবং বেলা পৌনে ১২ টা পর্যন্ত অবস্থান করে।পরবর্তীতে থানা পুলিশ শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যান।
শিক্ষার্থীদের দাবি,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনের পদত্যাগ দাবি। শিক্ষার্থীদের আরো বলেন,এই দু'জন স্কুলের বারোটা বাজিয়ে দিয়েছে।যখন তখন সহকারী শিক্ষকদের স্কুল থেকে বের করে দেয় এবং ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে।এছাড়াও স্কুলের টাকা আত্মসাৎ করে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সভাপতি আবুল হোসেন জানান,শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক।তারা স্থানীয় কিছু মানুষের উসকানিতে রাস্তা অবরোধ করেছে।তারা স্কুলের সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com