এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসভার আয়োজন করা হয়।এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে ও নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো.যাবের সাদেক।প্রধান অতিথি'র বক্তব্য তিনি বলেন,পরিবেশ রক্ষা কার্যক্রমে আমরা সর্বদা পাশে আছি।পরিবেশ বিনষ্ট করছে এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।আপনারা আমাদের অবগত করবেন,আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।সভায় আলোচনা করা হয় শিল্প দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব যানবাহন ও সবুজ ভবন উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান মুকুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরেফিন বাদল এবং শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মহাম্মদ আব্দুল বারিক পিপিএম।
সভায় শ্রীপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন,পরিবেশ রক্ষায় বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।বিশেষ করে প্লাস্টিক ব্যবহার কমানো,গাছ লাগানো এবং বর্জ্য আলাদা করার উদ্যোগ নিতে হবে, এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এমএন্ডজে গ্রুপ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com