এস এম দূর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার আক্তারপাড়া এলাকায় ফরিদ নামে এক শুটকি ব্যবসায়ীকে অস্ত্রের ঠেকিয়ে ৩ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা ডাকাতেরা ছিনতাই করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে মারধর ও প্রাননাশের হুমকি দেয়।
সোমবার(৪ ডিসেম্বর) রাত অনুমান ৮ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া ব্রিজ সংলগ্ন এঘটনা ঘটেছে বলে জানা গেছে।উল্লেখ যে অভিযোগ সূত্রে জানা যায়,আহত ব্যবসায়ী ফরিদ মিয়া গাজীপুর গ্রাম এলাকার মৃত হোসেন আলীর ছেলে।এছাড়া তিনি স্থানীয় বাজারে চেপা শুটকির আড়ৎ ব্যবসায়ী।
ফরিদ মিয়া বলেন,আমি চেপা শুটকির আড়ৎ ব্যবসায়ী,স্থানীয় ফুলবাড়িয়া বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অটোরিকশা যোগে আমি ও আমার ছেলে ইউসুফ আলী একত্রে ফুলবাড়িয়া বাজার হইতে নিজ বাড়ীতে আসার পথে আক্তাপাড়া ব্রিজ সংলগ্ন পৌঁছা মাত্রই মৃত কেরু কবিরাজের ছেলে সামসু ডাকাত(৫৪),মৃত ইমাম ডাকাতের ছেলে লাল মিয়াসহ অজ্ঞাতনামা ৪/৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে পরস্পর যোগসাজশে আমাদের পথরোধ করে পিস্তল ও দেশীয়অস্ত্রশস্ত্র ঠেকিয়ে আমার সাথে থাকা মোকামের জন্য রক্ষিত ৩ লক্ষ ৬৬হাজার ৫০০টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়া যায়।তাদের কে চিনতে পাড়ায় প্রতিবাদ করলে আমাকে ও আমার ছেলে ইউসুফ আলীকে মারধর করে এবং এব্যাপারে কাউকে জানালে, আমাদেরকে প্রাণে মেরে ফেলার প্রাননাশের হুমকি দেয়।
আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা আমার ব্যবসার মোকামের টাকা নিয়ে পালিয়ে যায়।স্থানীয় গণ্যমান্য লোকজনকে অবহিত করিয়া শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।প্রশাসনের কাছে জোর দাবী জানায় সঠিক তদন্ত করে আমার টাকা উদ্ধার এবং বিচারের দাবি জানাই।
Leave a Reply