মাদক
-- শামছুল হক শামীম
মাদক ঢোকছে পানির মতো
প্রতি ঘরে ঘরে,
চরম মূল্য দিতে হবে
দু’দিন আগে পরে।
যুব সমাজ নষ্ট হলো
অভিভাবক নির্বাক,
নেশার জন্য এই অপরাধ
এরা হচ্ছে ছত্রাক।
হাত বাড়ালেই মাদক মিলে
দুঃখ রাখি কোথা,
প্রতিকারে কেউ আসে না
যেন তারা হোতা!
প্রতিদিনই খুন খারাবি
বাড়ছে ছোট্ট দেশে,
রোখতে হবে মাদকটাকে
দুঃখ আছে শেষে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com