প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:৩০ এ.এম
গাইবান্ধায় বিএনপির লিফলেট বিতরণ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও জননেতা আনিসুজ্জামান খান বাবু-এর নেতৃত্বে গাইবান্ধায় লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর উপজেলার দারিয়াপুর রোডের খোলাহাটী ইউনিয়নের কদমের তল, মাটের বাজার, হাসেম বাজার, কুমারপাড়া ও ঠাকুরের দিঘী এলাকায় ব্যাপক প্রচারণা চালান। এ সময় এলাকার সাধারণ মানুষের হাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের মাধ্যমে নেতৃবৃন্দ বিএনপি’র কর্মসূচির তাৎপর্য ও জনকল্যাণমূলক দিক তুলে ধরেন। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে তারা জনগণের কাছে বিএনপির নীতিমালা ও ঘোষিত কর্মসূচির বিষয়গুলো তুলে ধরে দেশের সার্বিক সংকট সমাধানে দলের ভূমিকার কথা তুলে ধরেন।
এ কর্মসূচিতে বিএনপির স্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রচার-প্রচারণা ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লিফলেট হাতে পাওয়া সাধারণ মানুষও উৎসাহ প্রকাশ করেন। অনেক ভোটার জানান, গাইবান্ধা সদর আসনে ধানের শীষের প্রার্থী বাবু মিয়াকে বিজয়ী করতে তারা আগ্রহী এবং এ জন্য তারা ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় আছেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.