সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার চাঞ্চল্যকর অটোভ্যান চালক প্রল্লাদ দাস হত্যাকান্ডের সঙ্গে জড়িত তিন আসামীকে আটক ও ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করেছে পি বি আই।
গত ৫ ডিসেম্বর বাগেরহাটের খানজাহান রহঃ মাজার সংলগ্ন দিঘী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে সংবাদ পেয়ে মরদেহটি কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের অটোভ্যান চালক প্রল্লাদ দাস এর বলে সনাক্ত করে তার পরিবারের সদস্যরা।হত্যা রহস্য উদঘাটনে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্হার পাশাপাশি পি বি আই বাগেরহাট ছায়া তদন্ত শুরু করে বাগেরহাটের বিভিন্ন স্পটের সিসি ক্যামেরা পর্যবেক্ষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ ডিসেম্বর ঢাকা থেকে চিতলমারী এলাকার ইউসুফআলীকে গ্রেফতার করে ওই রাতেই তার স্বীকারোক্তি অনুযায়ী চিতলমারী এলাকা থেকে শামসু ও সাদ্দাম কে আটক করে ও অটো ভ্যানটি উদ্ধার করে।
আটকৃতরা নেশার টাকা যোগাড় করার জন্য এ ধরনের কাজ করে থাকে বলে স্বীকার করেছে। অটোভ্যান চালক প্রলাদকে জুসের মধ্যে ঘুমের ঔষধ খাওয়ায়ে অজ্ঞান করে দীঘির পানিতে ফেলে দিয়ে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে তারা।তাদের প্রত্যেকের বাড়ী বাগেরহাটের চিতলমারী এলাকায়।
গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কোর্ট এ প্রেরণ করা হয়েছে।পাশাপাশি বিশদ তদন্ত অব্যহত রয়েছে বলে জানিয়েছে পি বি আই বাগেরহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।।।
Leave a Reply