এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (১ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহবুবুর রহমান। অভিযানে আবারও ‘রসের মিষ্টি’ নামক দোকান ও বাসস্ট্যান্ডের একটি হোটেলকেও একই ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ায় জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এই দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
ত্রিশালে এর আগেও একাধিকবার এই ধরনের অভিযান পরিচালিত হয়েছে এবং ‘রসের মিষ্টি’ দোকানটি এর আগেও জরিমানা আদায় করেছিল ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা বলছেন, বারবার জরিমানা সত্ত্বেও তারা তাদের অস্বাস্থ্যকর অভ্যাস বদলাচ্ছেন না, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহবুবুর রহমান। তিনি আরও জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com