
এইচ, এম শহীদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ থেকে পেকুয়া উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী ( দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি পেকুয়া উপজেলা পরিষদ হয়ে পেকুয়া বাজার ঋণদান সমবায় কমিউনিটি সেন্টারের এসে জমায়েত হয়। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পেকুয়ায় ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপননে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন মালেক, বক্তব্য রাখেন মিলাদুন্নবী প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাও ছিদ্দিক আকবর মেহেরী, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও হাসান রব্বানী , পেকুয়া বাংলাদেশ গাউসিয়া কমিটির সভাপতি মাওঃ হেলাল উদ্দিন এম নোমান, সাংবাদিক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তরা-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সা.) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।
এসময় বক্তরা আরো বলেন, মহানবীর (সা.) জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়। হযরত মুহাম্মদ(সাঃ)জীবনাদর্শ অনুসরণই সমাজে শান্তি, ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ। শোভাযাত্রা ও আলোচনা সভায় শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তারা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার্ড নিয়ে ইসলাম ও শান্তির বার্তা প্রচার করেন। ঈদে মিলাদুন্নবী জুলশে অনুষ্ঠান সঞ্চালনায় করেন ঈদে মিলাদুন্নবী ( দঃ)উঃযঃপরিষদের অর্থ সম্পাদক মোঃ আলী আজম।
এই সময় আরো বক্তব্য রাখেন-মাও ফোরকান কাদেরী,,মাও আবদুল মালেক,রহিম, নুরুল আজিম, খলিলুর রহমান, জাকের হোসাইন,হাফেজ কফিল উদ্দিন কাদেরী, হাফেজ কফিল উদ্দিন মেহেরি, হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম ও, মাও.সেলিম রেজা আত তাহেরি,
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ কাদেরী। তিনি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করেন।