এস এম দূর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল হক মোল্লা,দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন।অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সা.)এর তাৎপর্য ও মহানবী (সাঃ)এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন।বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর(সা.)আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।
এসময় বক্তরা আরো বলেন,মহানবী(সা.)জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়।হযরত মুহাম্মদ(সাঃ)জীবনাদর্শ অনুসরণই সমাজে শান্তি,ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ।পরে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনায় দেশ,জাতি তথা মুসলিম উম্মাহ এর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।