সোহেল রানা বাবু, বাগেরহাট
‘নারীর প্রতি সহিংসতা রুখতে, গড়ে তোলো একতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাদাবন সংঘের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম এর সভাপতিত্বে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, জাতীয় মহিলা উন্নয়ন সংস্থার জেলা শাখার চেয়ারম্যান শরিফা হেমায়েত, শাপলা শালুক সংস্থার প্রধান নির্বাহী লুনা সিদ্দিকী, অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আম্বিয়া খাতুন, সংবাদ কর্মী, বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার লায়লা খাতুন, বাদাবন সংঘের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সুরাইয়া আক্তার, বাদাবন সংঘ’র মাঠ পর্যায়ের নারী নেত্রী বৃন্দ সহ নারী উন্নয়ন সংগঠনের নেতা ও কর্মীরা এতে অংশ নেয়।
এর আগে একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা, অভিনয়, আবৃত্তি ও নারী সহিংসতার গানের আয়োজন করা হয়। নারী সহিংসতার ধরন ও নারী সহিংসতার প্রতিরোধমূলক ছবি প্রদর্শনী সুন্দর ভাবে বাদাবন সংঘ তুলে ধরে। মুক্ত আলোচনার শেষে জেলা লিগ্যাল এইড অফিসারের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপনী ঘোষনা করেন।।
Leave a Reply