সুধন্য ঘরামী, কোটালীপাড়া:
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত শিশু আইয়ানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দক্ষ অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এ অভাবনীয় সাফল্যে উপজেলার সর্বত্র প্রশংসনীয় হচ্ছেন গোটা পুলিশ প্রশাসন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ শিশু আইয়ান অপহরণ ও অপহরণকারীকে গ্রেপ্তারের কথা তুলে ধরেন। সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের বাড়ি থেকে শিশু আইয়ানকে অপহরণ করে নিয়ে যায় আমিরুল ইসলাম বাপ্পি হোসেন। এরপর শিশুটির বাবার মোবাইল ফোনে কল দিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।”“ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। সময় নষ্ট না করে গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব সাখাওয়াত হোসেন সেন্টুর তত্ত্বাবধানে এবং কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা করে উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ।
“তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অপহৃত শিশু আইয়ানকেও নিরাপদে উদ্ধার করা হয়।”মাত্র একদিনের মধ্যে এমন দ্রুত অভিযান ও সফল উদ্ধার প্রমাণ করে গোপালগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব এবং দক্ষতা অনেক অভাবনীয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com