সুধন্য ঘরামী, কোটালীপাড়া
গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন।
জানাগেছে, কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ৩য় ছেলে আনন্দ ঘোষের ছাঁদ থেকে পানি পড়ে বড় ভাই কালা ঘোষের ঘরের সামনে। এ বিষয় নিয়ে বিরোধের সূত্রপাত। গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে কালা ঘোষের ছেলে নয়ন ঘোষ,সৌরভ ঘোষ, ছোট ভাই যুগল ঘোষ সহ আরো অনেকে মিলে আনন্দের উপর চড়াও হয়ে এলো পাথারি ভাবে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় আনন্দ ঘোষ ও তার স্ত্রী মিতা ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোটালীপাড়া উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আনন্দ ঘোষকে মৃত ঘোষণা করেন। স্ত্রী শোভা ঘোষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নিহত আনন্দ ঘোষের ১ছেলে,১মেয়ে, পিতাকে হাড়িয়ে অসহায় ২ সন্তানের আহাজারিতে এলাকা ভারী হয়ে গেছে।
কোটালীপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর হমান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টু স্যার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি । নিহতের স্ত্রী মিতা ঘোষ বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতার জন্য আমাদের পুলিশ সক্রিয় রয়েছে। মামলা নং ৯।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com