প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৮:৫১ এ.এম
গাইবান্ধায় নদী থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৩৭) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত শেষে জানা যাবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2026 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.