প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৯:০৩ এ.এম
স্ত্রী কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়া লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে।তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে সম্প্রতি স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন গত তিন মাস পূর্বে লিটন ফারাজিকে।দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন ফারাজি।ক্ষোপ আক্ষেপ প্রকাশ করে সোমবার দুপুরে নিজ বাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন ফারজি।ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়।লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেন এর কন্যা লাভলী বেগম।
স্থানীয়রা জানান,গত প্রায় ২৫ বছর পূর্বে লিটন ফারাজির সাথে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের সাথে বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে।তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগে যায়।সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে।বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারের লোকজন।
এনিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।এটি কুসংস্কারের বহিঃপ্রকাশ,কেউ বলছে নিরব প্রতিবাদ।বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে'পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়াছেন।এলাকাবাসী সামনে ৪০ কেজি গরুর খাটি দুধ ঢেলে,গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে,সামাজিক যোগাযোগ মাধ্যমে।এ বিষয়ে লিটন ফারাজি বলেন,আমার বিশ্বাস,এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজে কে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ ঘটনাটি সবার নিকট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।অনেকেই বিষয়টিকে হাস্যকর বলছেন কেউ কেউ বলছেন এ ধরনের কুসংস্কার থেকে সমাজকে বের হতে হবে।এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন,বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.