নাজমুল হক, নওগাঁ:
রাস্তা নির্মাণ এর ১৯ বছর পেরিয়ে গেছে এর পর আর উদ্যোগ নেওয়া হয়নি সংস্কার বা মেরামতের। দেখে বোঝার উপায় নেই যে একসময় এটি পিচঢালা রাস্তা ছিলো। বাস্তবতার এ চিত্র নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন এলাকার গ্রামীণ সড়কের।জানা গেছে, ২০০১ সালে কালিতলা বাজার হতে ভালাইন লিলির মোড় ১ কিলোমিটার সড়ক ও ভালাইন লিলির মোড় হতে চকগড়া ব্রিজ হয়ে উত্তরগ্রাম ইউপি রোড এর দুই কিলোমিটার সড়কটি এলজিইডির রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় পিচ-পাথর দিয়ে পাকা করা হয়। ধীরে ধীরে সড়কটির পিচ-পাথর উঠে যেতে শুরু করে। এতে যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মিনহাজ জানান, এলাকাটি বিএনপি অধ্যুষিত। এ কারণে জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও গত ১৭ বছরে সড়কটি মেরামতের প্রয়োজন মনে করেনি আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর এলজিইডির কর্মকর্তারা সরেজমিন সড়কটি দেখেছেন। বেহাল সড়ক দেখে তিনারা অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের আশ্বাস দিয়েছেন। একই এলাকার ফয়জুল ইসলাম, মফিজ উদ্দীন,আব্দুস সালাম, মাসুদ খান বলেন, পিচ-পাথর উঠে মাটি বেরিয়ে গেছে। পুরো এলাকা লাল মাটির সড়কে পরিণত হয়েছে। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত এর জন্য এ দুটিই রাস্তা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। পুরো সড়ক ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্হানীয়দের দাবী রাস্তাটা দ্রুত সংস্কার করলে এই ভোগান্তি থেকে মুক্ত হবেন তিনারা।
স্হানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসান জানান - প্রতি বৎসর ই আশ্বাস পাই রাস্তা ঠিক হবে কিন্তু অদৃশ্য কারণে রাস্তা দুটি আর ঠিক হয়নি, এলাকার কোমলমতি বাচ্চা গুলো কোন গাড়ি চলাচল না করায় পায়ে হেঁটে বিভিন্ন স্কুল কলেজে তাদের যেতে হয়। এলজিইডির মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সৈকত দাস জানান- উত্তরগ্রাম ইউনিয়ন এ এমন অনেক গুলো সড়ক আছে, তার মধ্যে এই সড়ক দুটি খুব গুরুত্বপূর্ণ। রাস্তা দুটির "গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ" এর আওতায় প্রাক্কলন ব্যয়, প্রস্তুত করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com