গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বদলী জনিত কারণে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা লাল শাপলা হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী ইউএনও ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, কমিশনার বাংলাদেশ স্কাউটস কাজী শাফায়াত হোসেন, মেরি রাণী দাস, রোভার অমিত হাসান নয়ন প্রমুখ।
বিদায়ী ইউএনও ফেরদৌস ওয়াহিদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে ঢাকা জেলার সাভার উপজেলায় বদলী হয়ে গেলেন। কোটালীপাড়া উপজেলায় ইউএনও’র দায়িত্বে থাকবেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন বলে জানা গেছে।
Leave a Reply