নিজস্ব প্রতিবেদকঃ
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আব্দুল সত্তার মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদ আলী শেখ, শিক্ষক অনিল চন্দ্র রায় বক্তব্য রাখেন।
Leave a Reply