প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৯:৪৩ এ.এম
উত্তর ইতালিতে বন্যা-ঝড়: বহু এলাকা প্লাবিত, স্কুলছাত্রদের উদ্ধার
জাহিদ হাসান, ইতালি থেকে:
নিউমততম সংবাদ অনুযায়ী, উত্তর ইতালির বেশ কয়েকটি অঞ্চলে প্রচুর বৃষ্টি ও স্টর্মের কারণে বন্যা ও মাটি স্লাইডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীর পানি উফিয়ে ওঠা, সড়ক ও বসতভূমি পানির নিচে তলিয়ে যাওয়া এবং স্কুলসহ মানুষের চলাচলের ব্যাহত হওয়া ঘটনাগুলো স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মিলান অঞ্চলে Seveso নদীর বেঁধ ভেঙে পানি রাস্তা ও আশপাশের ঘরবাড়িতে উঠেছে। অনেক এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপদে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে।
লম্বারডি প্রদেশে ৬৫০টির বেশি জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। প্রায় ২০০ জন ফায়ারফাইটার মোতায়েন করা হয়েছে। একটি মর্মান্তিক ঘটনা হিসেবে, মনজা ও ব্রিয়াঞ্জা প্রদেশে একটি গাড়ির ছাদে ফেঁসেমুক্ত এক মাদার ও তাঁর ১০ মাসের শিশু অন্তরগত উদ্ধার করা হয়।
পিয়েডমন্টে একটি জার্মান পর্যটক বন্যায় হারিয়ে গেছেন বলে খোঁজ শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় অরেঞ্জ ও হলুদ রূপরেখার সতর্কতা জারি করেছে। ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক বৃষ্টিপাতের আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকা এবং নদীর ঘাট-বাঁধ থেকে দূরে থাকতে বলা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.