ইতালির বিভিন্ন শহরে হাজার হাজার শ্রমিক গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। এ সময় গণপরিবহন, শিল্প-কারখানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আংশিক অচলাবস্থা সৃষ্টি হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির বড় বড় শহর মিলান, রোম, নেপলস, তুরিনসহ বিভিন্ন অঞ্চলে শ্রমিক সংগঠনগুলো গণবিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ধর্মঘটে ট্রেন, বাস ও মেট্রো সার্ভিস আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া বিভিন্ন কারখানা ও কর্মস্থলে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন।
শ্রমিক সংগঠনের নেতারা বলেন, গাজায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রামে আমরা ইতালির শ্রমিকরা তাদের পাশে আছি। বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন শ্রমিক জানান, এই যুদ্ধ শুধু ফিলিস্তিনের নয়, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। তাই মানবতার পক্ষে দাঁড়াতে আমরা ধর্মঘটে নেমেছি। এদিকে বিক্ষোভের কারণে মিলান ও রোমে যানজট সৃষ্টি হয় এবং দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে ধর্মঘটকারীরা জানান, মানবতার প্রশ্নে সাময়িক অসুবিধা মেনে নেওয়া উচিত।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইতালিতে ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ করে আসছে। এবার সেই বিক্ষোভ আরও বিস্তৃত রূপ নিল।