নাজমুল হক, নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের আমরুল জাতপাড়া গ্রামের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত স্বীয় উদ্যোগেই কাজ শুরু করেন তারা।
স্থানীয় আব্দুল মজিদ, শাকিল আহম্মেদ (হৃদয়), ফরহাদ মন্ডল, ওয়াহেদ মোল্লা, ময়নুর মন্ডল, সাইদুল ইসলাম, ইনতাজ প্রামানিক ও সোহেল প্রামানিকসহ যুবকেরা এই কাজের নেতৃত্ব দেন। তাদের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায় পুরো গ্রামবাসী। যুবসমাজ ও গ্রামের লোকজন একযোগে স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েন। এ কাজে আর্থিক সহায়তা করছেন গ্রামের প্রবাসী ও অন্যান্য বাসিন্দারা। বর্তমানে এই অর্থনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উদ্যোক্তারা।
সরেজমিনে দেখা যায়, আমরুল জাতোপাড়া ক্লাব থেকে জনাবের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফুট দীর্ঘ রাস্তায় ৪ ফুট উচ্চতায় মাটি কাটাসহ ইট সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও গ্রামের অন্যান্য অবহেলিত উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে। রাস্তা নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামের যুবকদের এলাকায় ব্যাপক সুনাম এনে দিয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com