সুধন্য ঘরামী, কোটালীপাড়া :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১০ টায় কোটালীপাড়া মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট ব্রীজের কাছে এসে পথ সভায় মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম কোটালীপাড়া উপজেলা শাখার আমীর সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসুদ, নায়েবে আমীর মিজানুর রহমান, কোটালীপাড়া পৌরসভা কমিটির সভাপতি মোঃ আক্তার দাড়িয়া, কুশলা ইউনিয়ন কমিটির সভাপতি আবুল বশার, রাধাগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনায় প্রধান অতিথি সহ সকল বক্তাই পি আর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com