এস এম মাসুদ রানা, ত্রিশাল:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া রোড় এলাকা থেকে বিপুল পরিমাণ মরা মুরগী আটক করছেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান। সোমবার সকালে (২৯ সেপ্টেম্বর) উপজেলার বালিপাড়া মোড় থেকে ভ্যানগাড়ী করে গোপনে বিভিন্ন রেস্তোরাঁর সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে বের হলে। গোপন সূত্রে খবর পেয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রামমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়ীসহ সাদা প্লাস্টিকের তিন বস্তা মরা মুরগী আটক করছেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিক'র ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন(২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com