এস.এম দুর্জয়, গাজীপুর:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে সকল হিন্দু সম্প্রদায়ের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।(১ অক্টোবর)বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।এই দুই জনপ্রিয় নেতা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।মাওনা বাজার পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ে বিএনপির এই দুইনেতা বক্তব্যে বলেন,ধর্ম যার যার,রাষ্ট্র সবার,হিন্দু সম্প্রদায়ের উপর কোন অন্যায় অত্যাচার অবিচার হলে কোন রকম ছাড় দেওয়া হবে না,কঠোর হাতে দমন করা হবে বলে জানান তারা।শুভেচ্ছা বিনিময় শেষে মাওনা বাজার পূজামণ্ডপের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাসের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপহার তুলে দেন ডা:শফিকুল ইসলাম এবং মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন,শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা,বিএনপি নেতা হারুন অর রশিদ মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।